চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করা হয় কত সালে?
ক) ১৭৫৭ সালে
খ) ১৭৮০ সালে
গ) ১৭৯৬ সালে
ঘ) ১৭৯৩ সালে
Note : ২২ শে মার্চ ১৭৯৩ সালে নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে।
Related Questions
ক) ১৬১০ সালে
খ) ১৯০৫ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৭১ সালে
Note : ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে।
ক) দ্রাবিড়
খ) নেগ্রিটো
গ) ভোটচীন
ঘ) অস্ট্রিক
Note : সমগ্র বাঙালি জাতিকে দু'ভাগে ভাগ করা যায়- প্রাক আর্য বা অনার্য এবং আর্য। ... অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে ধারনা করা হয়। এদের 'নিষাদ জাতি' ও বলা হয়ে থাকে।
ক) নবাব সিরাজউদ্দোলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
Note : মুর্শিদকুলি খান (মুহম্মদ হাদী) হায়দ্রাবাদের দেওয়ান ছিলেন। তিনি ১৭০০ সালে বাংলার দেওয়ানী লাভ করেন এবং ১৭০২ সালে মুর্শিদকুলি খান উপাধি পান। তিনি বাংলার প্রথম নবাব।
ক) মালদ্বীপ
খ) শ্রীলংকা
গ) নেপাল
ঘ) ভুটান
Note : বাংলাদেশে সার্কভুক্ত দেশ মালদ্বীপের দূতাবাস নেই। গত ৩১ মার্চ, ২০১৬ তারিখ সোমবার থেকে দেশটির দূতাবাস বন্ধ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তাদের এই দূতাবাস বন্ধ করতে হয়েছে।
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) কুমিল্লা
ঘ) রাঙ্গামাটি
Note : রাঙ্গামাটি জেলা ভারত এবং মিয়ানমার দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত। রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙ্গামাটির আয়তন ৬, ১১৬ বর্গ কিমি। এই জেলা মিয়ানমার ও ভারত এ দুটি দেশের সীমানা এর সাথে বেষ্টিত রয়েছে।
জব সলুশন