শুদ্ধ বানান হল-
ক) তিকরস্কার
খ) পরিস্কার
গ) আবিস্কার
ঘ) পুরস্কার
Related Questions
ক) ঘন্টা, লুন্ঠন, ভান্ড
খ) তৃণ, বর্ণ, ঝর্ণা
গ) কৃপণ, রামায়ন, ব্রাহ্মণ
ঘ) বেণু, অণু, কল্যাণ
ক) স
খ) ষ
গ) ণ
ঘ) ন
Note : বাংলা ভাষায় সাধারণত মূর্ধণ্য-ণ ব্যবহারের প্রয়োজন নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব, বিদেশি, বানানে মূর্ধণ্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
ক) অন্ত স্বরাগম
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) সমীভবন
ঘ) ধ্বনি বিপর্যয়
Note : ধ্বনি বিপর্যয় : শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি অদলবদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন, বাক্স˃ বাস্ক, রিক্সা˃ রিস্কা, পিশাচ˃ পিচাশ, লাফ˃ ফাল
ক) বেগম রোকেয়া
খ) সুফিয়া কামাল
গ) শামসুন্নাহার
ঘ) নীলিমা ইব্রাহিম
Note :
ফজিলাতুন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের কবি, সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ । সামসুন্নাহার ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ । তিনি বেগম রোকেয়ার সাথে নারী মুক্তি আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছেন।
জব সলুশন