কূলের সমীপে = উপকুল -এটা কোন সমাস?
ক) দ্বিগু সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) বহুব্রীহি সমাস
Related Questions
ক) ১৭৩৪ সালে
খ) ১৭৪২ সালে
গ) ১৭৪৩ সালে
ঘ) ১৭৫০ সালে
Note : প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের 'গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
ক) হিন্দু ভাষা
খ) ব্রজের ভাষা
গ) উর্দু ভাষা
ঘ) মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
Note : ব্রজধামের ভাষার নাম ব্রজভাষা।এটি কৃত্রিম, অভিনব, কোমল ও কাব্যিক একটি ভাষা। চতুর্দশ শতাব্দীর মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে এ ভাষায় বঙ্গে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। তৎকালীন বিদ্যাপতি, কবি জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ থেকে শুরু করে আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন।
ক) ঢাকায়
খ) রাজশাহীতে
গ) রংপুরে
ঘ) যশোরে
Note : বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল রংপুরে, ১৮৪৭ সালে। এটি বার্তাবহ’ নামে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঢাকায় বাংলা প্রেস’ নামে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে।
ক) সংস্কৃত লিপি
খ) চীনা লিপি
গ) আরবি লিপি
ঘ) ব্রাক্ষী লিপি
Note : প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
জব সলুশন