দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?

ক) এলিজা শারমিন
খ) ফারজানা ইসলাম
গ) জেরিনা রহমান খান
ঘ) বেগম কবিতা খানম
Note : বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । ৬ ফেব্রুয়ারি ২০১৭ সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি । বেগম কবিতা খানম ১৯৫৭ শোলে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন । ২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন ।

Related Questions

ক) শ্যামলী
খ) আগারগাঁও
গ) মিরপুর
ঘ) শাহবাগ
Note : ১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) বগুড়া
ঘ) ময়মনসিংহ
Note : সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ক) কার্তিক-অগ্রহায়ণ
খ) অগ্রহায়ণ -পৌষ
গ) পৌষ-মাঘ
ঘ) মাঘ-ফাল্গুন
ক) আকবর
খ) শাহজাহান
গ) বাবর
ঘ) জাহাঙ্গীর
Note : শাহাজাহান সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয়।
ক) জানুয়ারি,১৯৬৮
খ) মার্চ,১৯৬৮
গ) এপ্রিল,১৯৬৮
ঘ) মে,১৯৬৮
Note : তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে "আগরতলা ষড়যন্ত্র" নামে অভিহিত করে। এই একই অভিযোগে ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। ৩৫ জনকে আসামি করে সরকার পক্ষ মামলা দায়ের করে।
ক) ১৬ ডিসেম্বর,১৯৭৫
খ) ১৭ সেপ্তেম্বের,১৯৭৪
গ) ১৪ ডিসেম্বর, ১৯৭৩
ঘ) ৩১ ডিসেম্বর,১৯৭২
Note : ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

জব সলুশন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক / অফিস সহায়ক (15-11-2024)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী (15-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন || সহকারী ব্যবস্থাপক (08-11-2024)

সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার (01-11-2024) 2024

NRBC Bank PLC Trainee Assistant Officer (TAO) (26-10-2024) 2024

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (APSCL) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) (27-09-2024)

Job Solution Live Exam Recent Job Solution 2024

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore