Teacher said, “The earth __ round the sun.”
ক) moves
খ) moved
গ) has moved
ঘ) will be moving
Related Questions
ক) অম্বর
খ) অম্বু
গ) ব্যোম
ঘ) অন্তরীক্ষ
Note : ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ- গগণ , অন্তরীক্ষ , ব্যোম, সুরপথ, নভোলোক ইত্যাদি
ক) সাহেব
খ) বেয়াই
গ) সঙ্গী
ঘ) কবিরাজ
Note : কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার
ক) প্রগত সমীভবন
খ) পরাগত সমীভবন
গ) আদিস্বরলােপ
ঘ) পরাগত স্বরসঙ্গতি
Note : সমীভবন : (স্বরসঙ্গতির মতো, কিন্তু ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়) দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমন, ‘জন্ম’ (জ+অ+ন+ম+অ)-এর ‘ন’, ‘ম’-র প্রভাবে পরিবর্তিত হয়ে হয়েছে ‘জম্ম’। সমীভবন মূলত ৩ প্রকার- ক. প্রগত সমীভবন : আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, চক্র˃ চক্ক, পক্ব˃ পক্ক, পদ্ম˃ পদ্দ, লগ্ন˃ লগ্গ খ. পরাগত সমীভবন : পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। যেমন, তৎ+জন্য˃ তজ্জন্য, তৎ+হিত˃ তদ্ধিত, উৎ+মুখ˃ উন্মুখ গ. অন্যোন্য সমীভবন : পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি দুইয়ের প্রভাবে দু’টিই পরিবর্তিত হলে তাকে অন্যোন্য সমীভবন বলে। যেমন, সত্য (সংস্কৃত)˃ সচ্চ (প্রাকৃত), বিদ্যা (সংস্কৃত)˃ বিজ্জা (প্রাকৃত)
ক) নাটক
খ) কবিতা
গ) ভ্রমণ কাহিনী
ঘ) উপন্যাস
Note : বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন। মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা-র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
ক) শাহ মুহাম্মদ সগীর
খ) মুকুন্দরাম
গ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : বাংলা সাহিত্য বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' হিসেবে পরিচিত। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'গদ্যর জনক' হিসেবে পরিচিত।
জব সলুশন