ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
ক) ১৬১০
খ) ১৫৭৬
গ) ১৯০৫
ঘ) ১৯৪৭
Note : মুঘল শাসনের পূর্বে বাংলা মুঘলবিরোধী বারো ভূঁইয়া কর্তৃক শাসন হত। বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। কিন্তু তারা সফল হয় না। মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল। ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতীকে সম্রাট জাহাঙ্গীর রাজমহলের সুবেদার নিয়োগ করেন। তিনি ১৬১০ সালে ঢাকা বিজয় করেন। এখানে উল্লেখ্য যে, বারো ভূইয়ার শাসনের সময় বাংলার প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও। দায়িত্ব নেবার পাঁচ বছরের মধ্যে ইসলাম খান চিশতী মুসা খাঁকে হত্যা করার মাধ্যমে বারো ভূইয়ার জমিদারি শাসনের অবসান ঘটান। বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে আসে। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন।
Related Questions
ক) ৯ দিনে
খ) ১০ দিনে
গ) ১১ দিনে
ঘ) ১২ দিনে
ক) ৬
খ) ৮
গ) ১২
ঘ) কোনটিই নয়
ক) ১ কাঠা
খ) ১০ কাঠা
গ) ৭.২ কাঠা
ঘ) ৭২ কাঠা
ক) (x - y - 1)(x - y + 1)
খ) (x - y + 1)(x + y - 1)
গ) (x + y - 1)(x - y + 1)
ঘ) (x - y)(x + y + 1)
জব সলুশন