Let there be light: কার প্রামাণ্য চিত্র?
ক) তারেক মাসুদ
খ) জহির রায়হান
গ) সুভাষ দত্ত
ঘ) আলমগীর কবির
Related Questions
ক) শেষ বিকেলের মেয়ে
খ) আরেফ ফাল্গুন
গ) হাজারো বছর ধরে
ঘ) জয়যাত্রা
ক) ১৯৭৪
খ) ১৯৮২
গ) ১৯৯৮
ঘ) ২০০১
Note : এই পরীক্ষা করা হয়েছিল যখন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র সরকার ছিল ও প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। এর আগে মে ১৮, ১৯৭৪ সালে পোখরানে ভারতের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষা বিস্ফোরণকে স্মাইলিং বুদ্ধ নামে অবহিত করা হয়।
ক) ৫৫০
খ) ৫৪৫
গ) ৫৫২
ঘ) ৫৪৮
Note : লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। বর্তমানে অধ্যক্ষ এবং দুইজন মনোনীত প্রতিনিধি (যদি থাকেন) সহ লোকসভার মোট সদস্য সংখ্যা ৫৪৫।
ক) নাফ
খ) কর্ণফুলি
গ) নবগঙ্গা
ঘ) ভাগিরথি
Note : বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ। কক্সবাজার জেলার দক্ষিণ-পূর্ব কোণ দিকে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ্য নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাযকে বিভক্ত করেছে । আরকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় অতিক্রম করে নাফ নদী দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে। জোয়ার ভাটা প্রবণ বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত। মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
জব সলুশন