দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়?
ক) টোডা
খ) দ্রাবিড়
গ) সুর
ঘ) আফ্রিদি
Note : দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের দ্রাবিড় নামে অভিহিত করা হয়। এরা মূলত ভারতের কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাডু ও কেরেলা প্রদেশের আদি অধিবাসী। আফ্রিদি উপজাতি পাকিস্তানের।
Related Questions
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
Note : অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ-গোষ্ঠী। প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত। এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত। ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
ক) ত্রিপিটক
খ) উপনিষদ
গ) বেদ
ঘ) ভগবৎ গীতা
Note : আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ
ক) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ) ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ) আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
ক) বাহরাইন
খ) ইরাক
গ) মেক্সিকো
ঘ) ইরান
Note : আর্যজাতির আদিবাস ছিল ইরানের শেষ উত্তরে। কাস্পিয়ান সাগরের তীরে। এদেরই একটি দল দক্ষিণে এসে ইরানের মূল ভূমিতে বসতি গড়ে।
ক) আর্য
খ) মোঙ্গল
গ) পুণ্ড্র
ঘ) দ্রাবিড়
Note : বাঙালি জাতির ইতিহাসকে আদি বা প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগে ভাগ করা যায়। আগে এদেশের সভ্যতাকে অনেকেই অর্বাচিন বলে মনে করলেও বঙ্গদেশে চার হাজারেরো বেশি প্রাচীন তাম্রাশ্ম (chalcolithik) যুগের সভ্যতার নির্দশন পাওয়া গেছে যেখানে দ্রাবিড়, তিব্বতী-বর্মী ও অস্ট্রো-এশীয় নরসম্প্রদায়ের বাস ছিল বলে ধারণা করা হচ্ছে। বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক বুৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবিড় ভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে যারা এই অঞ্চলে আনুমানিক ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে বসবাস করত। আর এই দ্রাবিড় জনগোষ্ঠীকেই বাংলাদেশের প্রাচীন জাতি বলা হয়।
জব সলুশন