পলাশির যুদ্ধ কবে সংঘঠিত হয়েছিল?
ক) জুন ২৩, ১৭৫৭
খ) জুন ২৫, ১৭৫৭
গ) জুন ২২, ১৭৫৭
ঘ) জুন ২৪, ১৭৫৭
Note : বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
Related Questions
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
ক) ১৭৫৭
খ) ১৮৫০
গ) ১৮৫৭
ঘ) ১৭৯৩
Note : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ) ছড়িয়ে পড়েছিল। এই সব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। ১৮৫৮ সালের ২০ জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পরই একমাত্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে।
ক) ১৯৭৬
খ) ১৯০৪
গ) ১৭৭০
ঘ) ১৭৭৬
Note : ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুভির্ক্ষ ইংরেজি ১৭৭০ সালে ঘটে
ক) লর্ড কর্নওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) লর্ড বেণ্টিক
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note :
লর্ড বেন্টিংক ১৮২৯ খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৮ সালে।
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলান্দাজর
ঘ) পর্তুগীজরা
Note : বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম পর্তুগীজরা এসেছিল
জব সলুশন