ভারতের সাথে বাংলাদেশের বিরােধপূর্ণ নদী-
ক) মেঘনা
খ) ডাকাতিয়া
গ) হাড়িয়াভাঙ্গা
ঘ) সাংগু
Related Questions
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব
Note : যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
ক) তন্ব+ঈ
খ) তন্ব+ই
গ) তনু+ই
ঘ) তনু+ঈ
Note : উ-কার কিংবা ঊ-কার পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন- সু + অল্প = সল্প; সু + আগত = স্বাগত; অনু + ইত = অন্বিত; তনু + ঈ = তন্বী; অনু + এষণ = অন্বেষণ।
ক) শান্ত
খ) কঠিন
গ) উদ্ধত
ঘ) উগ্র
Note : BCS Target Official ফেসবুক গ্রুপে লাইক কমেন্ট করুন।
ক) প্রহার করা
খ) সম্মান করা
গ) আদর করা
ঘ) সমাদর করা
Note : উত্তম মাধ্যম একটি বাগধার। যার অর্থ প্রহার করা । উত্তম শব্দের অর্থ ভালো, অত্যন্ত এবং মধ্যম শব্দের অর্থ মাঝারি। সুতরাং উত্তম-মধ্যম শব্দের অর্থ হয় ' অত্যন্ত ও মাঝারি'।
জব সলুশন