‘গায়ে হলুদ’ কোন সমাস?
ক) অলুক দ্বন্দ্ব
খ) অলুক তৎপুরুষ
গ) অলুক বহুব্রীহি
ঘ) ব্যতিহার বহুব্রীহি
Note : গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে-হলুদ- এটি অলুক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয়না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন: মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা ইত্যাদি।
Related Questions
ক) নবোঢ়া
খ) অনূঢ়া
গ) অবীরা
ঘ) বিধবা
Note : যে নারীর স্বামী ও পুত্র নেই - অবীরা। বিয়ে হয় নাই যার - অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া।
ক) আরবি
খ) ফারসি
গ) ওলন্দাজ
ঘ) চীনা
Note : বাংলায় ব্যবহৃত আরবি ভাষার শব্দ গুলোকে মূলত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে । যথা -ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আরবি শব্দ হলো- কলম, ঈমান , গোসল , জান্নাত , তওবা, আদালত, খারিজ, ওজন , খবর , দুনিয়া, নকল , জাহাজ, জরিমানা , তামাম, মসলা, লেবু, হেফাজত ইত্যাদি।
ক) মহাকাব্য
খ) গীতিকাব্য
গ) পত্রকাব্য
ঘ) কাহিনীকাব্য
Note : প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।
ক) চট্টগ্রাম
খ) ঢাকা
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) সিলেট
Note : ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
ক) Thomas Hardy
খ) Alfred Tennyson
গ) karl Marx
ঘ) Amili Bronte
জব সলুশন