'চন্দ্র' কোন শব্দের উদাহরণ ?
ক) তৎসম
খ) তদ্ভব
গ) দেশী
ঘ) বিদেশী
Note : চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
Related Questions
ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ) কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ) কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ) সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) রামমোহন রায়
Note : ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
ক) মধ্যযুগ
খ) প্রাচীন যুগ
গ) আধুনিক যুগ
ঘ) অন্ধকার যুগ
Note : চিঠিপত্র লেখা এবং দলিল-দস্তাবেজ লেখার প্রয়োজনে বাংলা গদ্যের সূত্রপাত। দলিল-দস্তাবেজ ইত্যাদি সংস্কৃত ও পার্সি - এই দুই ভাষার প্রভাবে পরিকীর্ণ। আদি সাহিত্যিক গদ্যে কথ্যভাষার প্রতিফলন সুস্পষ্ট। পর্তুগীজ ধর্মপ্রচারক মানোএল দা আস্সুম্পসাঁউ-এর রচনা রীতি বাংলা গদ্যের অন্যতম আদি নিদর্শন।
জব সলুশন