The path ___ paved, so we were albe to walk through the path.

ক) was
খ) had been
গ) has been
ঘ) being
বিস্তারিত ব্যাখ্যা:

বাক্যে past tense - এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে past perfect tense আর পরেরটি হবে past indefinite tense . আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল। সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved). সুতরাং 'খ' উত্তরটি সঠিক।

Related Questions

ক) Straighten- Bend
খ) Defor- Reform
গ) Harmonize- Balance
ঘ) Observe- Blur
Note :

এখানে মূল শব্দ জোড়ার Distort অর্থ বিকৃত করা এবং Twist অর্থ মোচড়ানো ,বিকৃত করা প্রভৃতি। অর্থাৎ শব্দ জোড়া পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। 'ক' তে আছে - Straighten - সোজা করা। Bend - বাকনো । 'খ' তে আছে - Deform - বিকৃতকরণ। Reform - সংশোধন ।'গ' তে আছে - Harmonize - সমন্বয় সাধান করা, খাপ খাওয়া। Balance - সদৃশ করা , ভারসাম্য অবস্থান রাখা। 'ঘ' তে আছে - Observe - পর্যবেক্ষণ করা, পালন করা, উদযাপন করা। Blur - দুর্বোধ্য ,অস্পস্ট, কলংক ,দাগ। ওপরের choice গুলোর মধ্যে শুধুমাত্র 'গ' উত্তরের শব্দ জোড়াই পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। অতএব সঠিক উত্তর 'গ'।

ক) Affirm- Object
খ) Reject- Disapprove
গ) Acknowledge- Recognize
ঘ) Endorse- Ratify
Note :

মূল শব্দ Assert অর্থ দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা, এবং Dissent অর্থ আপত্তি করা, অনুমোদন করতে অস্বীকার করা। এ শব্দজোড়া পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে। 'ক'তে আছে - Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা, নিশ্চিত রুপে বলা। Object - আপত্তি করা, অভিযোগ করা, অস্বীকার করা। 'খ' তে আছে Reject - বাতিল করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা। Disapprove - প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা। 'গ' তে আছে - Acknowledge - স্বীকার করা, মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার। Recognize - স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি। 'ঘ' তে আছে - endorse - অনুমোদন করা । Ratify - অনুমোদন করা ও দেয়া । ওপরের choice গুলোর শব্দ জোড়া বিশ্লেষণ করলে দেখা যায় মূল শব্দ জোড়ার সঙ্গে একমাত্র choice 'ক' - এর শব্দ জোড়ারই মিল রয়েছে। সুতরাং সঠিক উত্তর 'ক'।

ক) Persevere- Waiver
খ) Impulsive- Deliberate
গ) Obstinate- Accommodating
ঘ) Irresolute- Indecisive
Note :

Vacillate means -দ্বিধা গ্রস্থ হওয়া  

Hesitate means- দ্বিধা  করা, সংকোচ করা।

Here this pair  words are synonymous. 

So, option 

(a) persevere means-যত্নশীল হত্তয়া

Waiver means-অধিকার পরিত্যাগের ঘোষণা

(b) impulsive means -আবেগপ্রবণ

Deliberate means -ইচ্ছাকৃত

(c) obstinate means -একগুঁয়ে,জেদি।   

accommodating means -অমায়িক

(d) irresolute means -অস্থিরসঙ্কল্প

indecisive means -অমীমাংসিত, অস্থিরসঙ্কল্প

So right answer's option (d)

ক) Restriction- Relaxation
খ) Subjection- Liberation
গ) Restrain- Indulge
ঘ) Complaint- Acquiescent
Note :

এখানে মূলশব্দ Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, বশ্যতা আর yielding অর্থ হলো নম্র, বিনয়ী। অন্যদিকে , 'B' - তে আছে subjection পরাধীনতা ,বশ্যতা, দমন ইত্যাদি। Liberation - মুক্তি, স্বাধীনতা, । C - তে আছে, Restrain - দমন করা। ,নিয়ন্ত্রণ করা, বাঁধা প্রদান। Indulge - সাধ মিটানো , পরিতৃপ্ত করা । D' তে আছে, Compliant - রাজী, সম্মত। Acquiescent - সম্মতি, রাজী, মৌনসম্মতি ।'A' তে আছে, Restriction - বাঁধা, নিষেধ। Relaxation - প্রশমন , শ্লথ ,কম কঠোরতাপূর্ণ। এখানে মূল জোড়ায় সম্পর্ক হলো যে ব্যক্তি Yielding (নম্র) তার মধ্যেই থাকে Submission (নম্রতা) । অনুরুপ উত্তর D - তে দেখা যাচ্ছে, যার মধ্যে Acquiescent আছে সে - ই compliant (সম্মত) । সুতরাং সঠিক উত্তর 'D'।

ক) Cud-chewing animal
খ) Soup
গ) Gossip
ঘ) Noise-maker
Note :

• Ruminant অর্থ হলো জাবর কাটা প্রাণী।
অন্যদিকে,
• Cud-chewing animal- জাবর কাটা প্রাণী;
• Soup- ঝোল; Gossip- খোশগল্প;
• Noise-maker-শোরগোলকারী।
সুতরাং সঠিক উত্তর 'ক'।

ক) Quarrel
খ) Piece of land
গ) Postage
ঘ) Unobstructed view
Note :

Parcel=A plot of land, usually a division of a larger area.

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন