লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে-
ক) ইউরোপ ও আফ্রিকা
খ) এশিয়া ও ইউরোপ
গ) এশিয়া ও অস্ট্রেলিয়া
ঘ) আফ্রিকা ও এশিয়া
Related Questions
ক) আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর ও আরব মহাসাগর
ঘ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ক) ১৯০৩
খ) ১৮৬৯
গ) ১৮৮৯
ঘ) ১৮৫৪
Note : সুয়েজ খাল (Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। খালটি উন্মুক্ত হবার পূর্বে, কখনো কখনো পন্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে, ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমাণ জাহাজে পারাপার করা হত। এর ব্যপ্তি ভূমধ্যসাগরের পোর্ট আবু সাঈদ হতে লোহিত সাগরের সুয়েজ (আল-সুওয়েজ) পর্যন্ত। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা।
জব সলুশন