বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রেসিডেন্ট
গ) স্পিকার
ঘ) আইনমন্ত্রী
Note : সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, 'এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। '
Related Questions
ক) ১৮৫৫ সালে
খ) ১৮৪০ সালে
গ) ১৮৪৬ সালে
ঘ) ১৮৪৮ সালে
Note : নাবিকদের পথ দেখানোর সুবিধার্থে ১৮৪৬ সালে ব্রিটিশ সরকার কুতুবদিয়ায় নির্মাণ করে বাতিঘরটি
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
Note : ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
ক) বিশেষভাবে বিভাজন
খ) বিশেষভাবে বিশ্লেষণ
গ) বিশেষভাবে সংযোজন
ঘ) বিশেষভাবে বিয়োজন
ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ) কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ) কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ) সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
জব সলুশন