“Data bases sit on computer disks, humming away” implies

ক) Data baes are unless and static
খ) Data bases make soft-sound but ate working away
গ) Data baes are things of the past
ঘ) Data baes are singing instrument
বিস্তারিত ব্যাখ্যা:

বাক্যটি “Data bases sit on computer disks, humming away” দ্বারা বোঝানো হয়েছে—
ডেটাবেসগুলো কম্পিউটারের ডিস্কে নীরবে (হালকা শব্দ করে) ক্রমাগত কাজ করে চলেছে।
এখানে “humming away” বলতে বোঝানো হয়েছে, নীরবে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।

অতএব, বাক্যটির অর্থ দাঁড়ায় —
“ডেটাবেসগুলো কম্পিউটার ডিস্কে অবস্থান করছে এবং নীরবে কাজ করছে।”
সঠিক উত্তর: B) Data bases make soft-sound but are working away

Related Questions

ক) ফররুখ আহমদ
খ) আহসান হাবীব
গ) শামসুর রহমান
ঘ) হাসান হাফিজুর রহমান
Note :

'সাত সাগরের মাঝি' কবি ফররুখ আহমদের লেখা প্রথম কাব্যগ্রন্থ।

সাত সাগরের মাঝি কবি ফররুখ আহমদের একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া একটি কবিতার নামও সাত সাগরের মাঝি। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়।

এই বইয়ের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি। বইটিতে পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে।

ক) ১০ বৎসর
খ) ২০ বৎসর
গ) ২৫ বৎসর
ঘ) ৩০ বৎসর
ক) ঢাকাতে
খ) চট্রগ্রামে
গ) সোনারগাঁয়ে
ঘ) রাঙ্গামাটিতে
ক) মিশর
খ) ইরাক
গ) কুয়েত
ঘ) জর্ডান
Note :

আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩, কুয়েত স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩ 

ক) লাহোরে
খ) ঢাকায়
গ) করাচিতে
ঘ) নারায়নগঞ্জে
Note :

পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এটাই ইতিহাসে 'ছয় দফা কমূসূচি' নামে পরিচিত।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন