জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষনা?
ক) তিতুমীর
খ) ফকির মজনু শাহ
গ) হাজী শরীয়ত উল্লাহ
ঘ) দুদু মিয়া
Note : পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯- ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা।বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।জমি থেকে খাজনা আদায় আল্লহর আইনের পরিপন্থি- এটি দুদু মিয়ার ঘোষনা
Related Questions
ক) ১৯৭৬
খ) ১৯০৪
গ) ১৭৭০
ঘ) ১৭৭৬
Note : ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুভির্ক্ষ ইংরেজি ১৭৭০ সালে ঘটে
ক) লর্ড কর্নওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) লর্ড বেণ্টিক
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন লর্ড বেণ্টিক
ক) লর্ড কার্জন
খ) লর্ড মাউন্টব্যাটেন
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) লর্ড ওয়াভেল
Note : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন
ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৭৯৩ সালে
ঘ) ১৯৬৫ সালে
Note : চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সনে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি।
ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়্যাভেল
জব সলুশন