শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---
ক) যমুনা নদী হতে
খ) পদ্মা নদী হতে
গ) ব্রহ্মপুত্র নদী হতে
ঘ) মেঘনা নদী হতে
Note : শীতলক্ষ্যা নদী (Shitalakshya River) পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন। গাজীপুর জেলার টোক নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র দুটি ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুর নামক স্থানে শীতলক্ষ্যা নাম ধারণ করে বৃহত্তর ঢাকা জেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। শীতলক্ষ্যা কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে পড়েছে। নদীটির মোট দৈর্ঘ্য ১১০ কিমি, প্রস্থ নারায়ণগঞ্জের কাছে ৩০০ মিটার, কিন্তু উপরের দিকে আস্তে আস্তে কমে গিয়ে হয়েছে প্রায় ১০০ মিটার। ডেমরায় সর্বোচ্চ ২,৬০০ কিউমেক প্রবাহ পরিমাপ করা হয়েছে। নদীটি নাব্য এবং সারা বছরই নৌ চলাচলের উপযোগী। শীতলক্ষ্যার ভাঙন প্রবণতা কম।
Related Questions
ক) Macbeth
খ) Lady Macbeth
গ) Lady Madcuff
ঘ) Madcuff
ক) Guy de Maupassant
খ) O Henry
গ) Somerset Maugham
ঘ) George Orwell
ক) Joseph Conrad
খ) Thotias Hardy
গ) Charles Dickens
ঘ) James Joyce
ক) Thomas Carlyle
খ) Edward Fitzgerald
গ) D. G. Rossetti
ঘ) William Thackeray
জব সলুশন