খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –
খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে - CO2 ( কার্বনডাই - অক্সাইড ) এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে ।
Related Questions
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট ৬০ (60C0) আইসোটোপ ব্যবহার করা যায়।
সোডিয়াম এসিটেটকে সোডিয়াম ইথানয়েটও বলা হয়। এর সংকেত হলো CH₃COONa। ইথানয়িক এসিড সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম এসিটেট লবণ ও পানি উৎপন্ন করে।
ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়।
ডিমে ভিটামিন - সি নেই।
ডিমে ভিটামিন - সি ব্যতীত ভিটামিন - এ , বি, ডি এবং ই রয়েছে ।
সাগরে পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ - পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়।
১। হাইগ্রোমিটার - - বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র
২। হাইড্রোমিটার - - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক।
৩। ল্যাক্টোমিটার - - দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র
৪। ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র
জব সলুশন