দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'জাপান-জার্মানি-ইতালি' এই তিন শক্তিকে একত্রে বলা হত-
ক) মিত্রশক্তি
খ) অক্ষশক্তি
গ) যুগ্ম শক্তি
ঘ) অশ্বশক্তি
Note : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জাপান, জার্মানি এবং ইতালি একত্রে একটি সামরিক জোট গঠন করে। এই জোটকে বলা হয় অক্ষশক্তি। অক্ষশক্তির লক্ষ্য ছিল বিশ্বকে পুনর্বিন্যাস করা এবং তাদের নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করা।
Related Questions
ক) জার্মানের
খ) ফ্রান্সের
গ) যুক্তরাষ্ট্রের
ঘ) ইতালির
Note : নরম্যান্ডি ফ্রান্সের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি ভূ-খন্ড।
ক) সেভার্স চুক্তি
খ) প্রথম ভার্সাই চুক্তি
গ) দ্বিতীয় ভার্সাই চুক্তি
ঘ) প্যারিস চুক্তি
Note : ১৭৮০ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে ব্রিটেন ও আমেরিকার মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়। এটিকে প্রথম ভার্সাই চুক্তি বলা হয়। ১ম ভার্সাই চুক্তি আমেরিকার স্বাধীনতা অর্জনের একটি ধাপ ছিল মাত্র। তিন বছর পর ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে আমেরিকা পূর্ন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
ক) আরোরা
খ) লুসিতানিয়া
গ) ব্যাটলশিপ পটেমকিন
ঘ) ক্যান্টন
ক) কুমিল্লায়
খ) খুলনায়
গ) রাজশাহীতে
ঘ) রংপুরে
Note : ২য় বিশ্বযুদ্ধে মিয়ানমার সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈন্য নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে মোট ৯ টি সমাধি ক্ষেত্র তৈরি করা হয়।
ক) হাগানাহ
খ) ইন্সটেবি
গ) ডিপ্লোম্যাটিক কোড বিভাজন
ঘ) ব্ল্যাক হ্যান্ড
Note : ব্রিটেনের সহযোগিতায় তৈরি ইহুদিদের গুপ্তবাহিনীর নাম ছিল "হাগানাহ"।
ক) 1939
খ) 1940
গ) 1941
ঘ) 1942
Note : - জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ইত্যাদি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
জব সলুশন