জাতিসংঘের সাধারন পরিষদের নিয়মিত অধিবেশন বসে প্রতিবছর-
ক) জুন মাসের তৃতীয় মঙ্গলবার
খ) আগস্ট মাসের তৃতীয় মঙ্গলবার
গ) সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার
ঘ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
Note : প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে।
Related Questions
ক) লন্ডন
খ) নিউইয়র্ক
গ) ওয়াশিংটন ডিসি
ঘ) প্যারিস
Note : সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
ক) সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার
খ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
গ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Note : সকল সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। জাতিসংঘের বাজেট ঘোষিত হয় সাধারণ পরিষদে।
ক) দাগ হ্যামারশোল্ড
খ) কফি আনান
গ) পেরেজ দ্যা কুয়েলার
ঘ) কুর্ট ওয়ার্ল্ডহেইম
Note : জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম ছিলেন ৪র্থ মহাসচিব, তার আমলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়। ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম বাংলাদেশ সফরে আসেন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সফর দ্বারা জাতিসংঘ বাংলাদেশের জাতিগঠন প্রক্রিয়ায় সমর্থন দান করে।
ক) উ থান্ট
খ) কুর্ট ওয়াল্ডহেইম
গ) হ্যাভিয়ের পেরেজ দ্যা কুয়েলার
ঘ) বুট্রোস ঘালি
Note : তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
ক) ICSID
খ) MIGA
গ) FAO
ঘ) WHO
Note : ICSID (International Centre for Settlement of Investment Disputes) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
ক) 1943
খ) 1945
গ) 1946
ঘ) 1948
Note : প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯২০ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
জব সলুশন