মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম= 240/(x+1) টাকা
প্রশ্নমতে,
240/x-240/(x+1) = 1
⇒ (240x+240-240x)/x(x+1) = 1
⇒ x²+x = 240
⇒ x²+16x-15x-240 = 0
⇒ x(x+16)-15(x+16) = 0
⇒ (x-15)(x+16) = 0
তাহলে, x-15 = 0 or, x+16 = 0
∴ x=15 অথবা ∴ x=-16 এটি গ্রহনযোগ্য নয়, কারণ এটি ঋণাত্মক
Related Questions
মনেকরি, ছাত্র-ছাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে,
x(x+25) = 75×100
বা,x2 + 25x - 7500 = 0
বা,x2 + 100x -75x -7500 = 0
বা,x(x+100) - 75(x+100) = 0
বা,(x-75) (x+100) = 0
বা, x - 75 = 0 অথবা x + 100 = 0
x = 75 x = - 100 [ছাত্র - ছাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারবে না]
ঐ শ্রেণীতে ৭৫ জন ছাত্র - ছাত্রী
মনে করি,
দৈর্ঘ্য = x
প্রস্থ = ১৯২/x
প্রশ্নমতে,
(x - 8){(১৯২/x) + 8} = ১৯২
বা, (x - 8)(১৯২ + 8x) = ১৯২x
বা, ১৯২x + 8x² - ৭৬৮ - ১৬x = ১৯২x
বা, 8x² - ১৬x - ৭৬৮ = ০
বা, x² - 8x - ১৯২ = ০
বা, x² - ১৬x + ১২x - ১৯২ = ০
বা, x(x - ১৬) + ১২(x - ১৬) = ০
বা, (x - ১৬)(x + ১২) = ০
∴ x = ১৬ মিটার (x = –১২ হবে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না)
প্রস্থ = ১৯২/১৬ = ১২ মিটার
পরিসীমা = ২ (১৬ + ১২) = ৫৬
বর্গের এক বাহু = ৫৬/৪ = ১৪ মিটার
∴ বর্গের ক্ষেত্রফল = (১৪)² = ১৯৬ বর্গমিটার
জব সলুশন