কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম---

ক) কাশাভুবু
খ) প্যাট্রিক লুমুম্বা
গ) শোম্বে
ঘ) মবুতু
বিস্তারিত ব্যাখ্যা:

প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।

Related Questions

ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৫ সালের ৯ এপ্রিল মাসে
ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
Note :

১৯৪৫ সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে।  তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৯ এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পণ করে।     

ক) ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
খ) হোয়াইট হল
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউজ
Note :

- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল লন্ডনে অবস্থিত।
- এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন।
- ওয়েস্ট মিনিস্টার অ্যাবে বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের সমাধিস্থল।
- বুশ হাউজ বিবিসি’র সাবেক প্রধান কার্যালয়।

ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
Note :

এসডিআই (SDI)এর পূর্ণরূপ হল-Strategic Defence Initiative বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ। যুক্তরাষ্ট্র এসডিআই (SDI) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।

ক) রিয়াদ
খ) জেদ্দা
গ) দামেস্ক
ঘ) মক্কা
Note :

- ইসলামি সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
- ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ।
- OIC’র সদর দপ্তর বা সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
 

ক) ১৫৬
খ) ১৫৭
গ) ১৫৮
ঘ) ১৯৩
ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
Note :

# জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে = = সভাপতি
# জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় = = লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
# জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় = = ১ বছরের জন্য ।
# জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় = = সেপ্টম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন