মাছ অক্সিজেন নেয় –

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
বিস্তারিত ব্যাখ্যা:

পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে মাছ ফুলকার সাহায্যে অক্সিজেন নেয়। 

তবে তিমি শুশুক ডলফিন সরাসরি বাতাসের থেকে অক্সিজেন গ্রহণ করে।

Related Questions

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
Note :

- নিরক্ষরেখার ২৩.৫০⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে।
- বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে।
- লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।

ক) লাল, হলুদ, সবুজ
খ) লাল, কমলা , বেগুণী
গ) হলুদ, সবুজ , নীল
ঘ) লাল, নীল, সবুজ
Note :

আলোর প্রাথমিক বা মৌলিক বর্ণ ৩ টি।
- লাল
- নীল/আসমানী
- সবুজ
এই তিনটি রং ব্যবহার করে রঙিন টেলিভিশনে সকল ধরনের ছবি ফুটিয়ে তোলা হয়।

ক) রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে
Note :

বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের ষ্ফুটনাষ্ক তত বৃদ্ধি পায় । প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০o C বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায়

ক) পারমাণবিক জ্বালানি
খ) পীট কয়লা
গ) পেট্রল
ঘ) সূর্য
Note :

অচিরাচিত শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

ক) সমকোণী
খ) স্থুলকোণী
গ) সমবাহু
ঘ) সূক্ষ্মকোণী
Note :

একটি ত্রিভুজে যদি একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হয়, তাহলে সেই ত্রিভুজটি সমকোণী হবে।

ধরি, ত্রিভুজের তিনটি কোণ হল A, B এবং C।
প্রশ্ন অনুযায়ী, একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান।
ধরি, A = B + C
আমরা জানি যে, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°
অর্থাৎ, A + B + C = 180°
এখন A = B + C এই সমীকরণে A এর মান বসিয়ে,
(B + C) + B + C = 180°
বা, 2B + 2C = 180°
বা, 2(B + C) = 180°
বা, B + C = 90°
যেহেতু A = B + C, তাই A = 90°
সুতরাং, ত্রিভুজটির একটি কোণ 90° হয়েছে, যা একটি সমকোণ।

ক) abc
খ) 3abc
গ) 6abc
ঘ) 9abc
Note :

a + b + c = 0
বা, a + b = - c

এখন
a³ + b³ + c³
= (a + b)³ - 3ab(a + b) + c³
= (- c)³ - 3ab(-c) + c³
= - c³ + 3abc + c³
= 3abc

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন