‘syntax’ means–
Syntax হচ্ছে sentence গঠনের নিয়ম অর্থাৎ এটি sentence building নিয়ে আলোচনা করে।
Related Questions
ফাঁসি দেয়া অর্থে - Hang এর past and past participle form হচ্ছে hanged . আর ঝোলানো অর্থে - Hang এর past and past participle হচ্ছে hung. তাছাড়া বাক্যটি past indefinite tense - এ হবে বলে (গ) - ই সঠিক উত্তর।
Adjective এর পূর্বে the বসিয়ে plural common noun গঠিত হয় এবং plural verb ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য The rich are not always happy.
Out and out - হাঁড়ে হাঁড়ে,
পুরোপুরি, সম্পূর্ণ;
Thoroughly - পুরোপুরি;
Hold water –টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা, অর্থাৎ বাদ না পড়া।
Keep water - (Phrase/ idiom নয়) পানি সংরক্ষণ করা।
Drink water - (Pharase/idiom নয়) পানি পান করা।
Bear examination - পরীক্ষায় টিকে থাকা (পরীক্ষা হতে বাদ না পড়া)।
Store water - (Phrase/idiom নয়) পানি জমিয়ে রাখা।
Beautiful শব্দটি হলো adjective , যার Noun form হলো - beauty (সৌন্দর্য) । এছাড়া Beautify (সুন্দর করা ) হলো - verb এবং beautifully (সুন্দরভাবে ) হলো - Adverb ।
- কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝাতে since/for ব্যবহৃত হয়।
- তবে point of time এর পূর্বে since এবং period of time এর পূর্বে for বসে।
- সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়।
- যেমন: be have, see, know ইত্যাদি।
- He has been ill since Friday last- সে গত শুক্রবার থেকে অসুস্থ।
জব সলুশন