দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু. ৯০ ও গ.সা.গু. ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?
ধরি,
একটি দলের সদস্য সংখ্যা 15x
অপর দলের সদস্য সংখ্যা 15y
দলদ্বয়ের সদস্যদের ল.সা.গু = 15xy
প্রশ্নমতে,
15xy = 90
বা, xy = 90/15
বা, xy = 6
বা, xy = 3 × 2 অথবা, (6 × 1)
x = 3 হলে একটি দলের সদস্য সংখ্যা= 15 × 3 = 45, অথবা, x = 2 হলে একটি দলের সদস্য সংখ্যা = 15 × 2 = 30
y = 2 হলে অপর দলের সদস্য সংখ্যা = 15 × 2 = 30, অথবা, y = 3 হলে অপর দলের সদস্য সংখ্যা = 15 × 3 = 45
উভয় দলের সদস্য মোট = 45 + 30 = 75 জন।
Related Questions
লাবিব+রামিম+জিদান=৩x……..১
লাবিব+রামিম+শাফিন=৩(x-5)…….২
বিয়োগ করে(১-২),
জিদান- শাফিন= ৩x-৩x+১৫
বা, জিদান -২০= ১৫
বা, জিদান = ৩৫
সুতরাং, জিদানের বয়স ৩৫ বছর।
২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) বা ফিফা বিশ্বকাপ ২৬, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান - প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আধুনিক যোগাযোগ ব্যবস্হা ব্যবহার করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে। ১৯৯০ সালে বাংলাদেশে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়।
প্লাটিলেট হচ্ছে রক্তের এক ধরণের ক্ষুদ্র কণিকা বা অণুচক্রিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলেটের হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ।
এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা কমে গেলে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয়।
বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।
উদ্যান তত্ত্ব শব্দটি ইংরেজি Horticulture শব্দের বাংলা পরিভাষা। Horticulture শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক 'hortus'এবং 'cultura'থেকে । Hortus শব্দের অর্থ হল বাগান এবং cultura বা culture শব্দের অর্থ হল চাষাবাদ বা পালন । সুতরাং horticulture শব্দের অর্থ দাড়ায় উদ্যান পালন বিষয়ক বিদ্যা ।
জব সলুশন