চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?
ক) সমকাল
খ) দিগদর্শন
গ) সন্দেশ
ঘ) সবুজপত্র
Note :
সবুজপত্র (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত বিশিষ্ট সাহিত্য পত্রিকা। এ পত্রিকাকে অবলম্বন করে চলিত রীতি বাংলা গদ্যে প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গদর্শনও দিকদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র ও জন ক্লার্ক মার্শম্যান।
Related Questions
ক) সাধু ও চলিত
খ) সাধু ও আঞ্চলিক
গ) লেখ্য ও আঞ্চলিক
ঘ) আঞ্চলিক ও সর্বজনীন
Note :
বাংলা ভাষার প্রধান রুপ দুটি মৌখিক ও লৈখিক।
বাংলা ভাষা প্রধান বা মৌলিক রূপ দুইটি । যথা - লৈখিক রূপ এবং মৌখিক । লেখার রীতি ভাষার মৌলিক রীতি। বাংলা চাষার প্রকারভেদ বা রীতিভেদ নিচের চিত্রের মাধ্যমে দেখানো যায় - লৈখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) সাধু, ২) চলিত ;
মৌখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) চলিত ২) আঞ্চলিক ( উপভাষা )
ক) ২৪২০ টাকা
খ) ২৪০০ টাকা
গ) ২২০০ টাকা
ঘ) ২৪৪০ টাকা
ক) 57
খ) 23
গ) 19
ঘ) 27
ক) সমকোণী ত্রিভুজ
খ) সমবাহু ত্রিভুজ
গ) সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ) বিষমবাহু ত্রিভুজ
জব সলুশন