“এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা–

ক) জহির রায়হান
খ) গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) মাহবুব উল আলম চৌধুরীর
বিস্তারিত ব্যাখ্যা:

“এখানে যারা প্রাণ দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এই বিখ্যাত পঙ্‌ক্তিটির রচিয়তা হলেন মাহবুব উল আলম চৌধুরী। এটি তাঁর লেখা "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" কবিতার অংশ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে ছাত্ররা শহীদ হওয়ার খবর চট্টগ্রামে পৌঁছানোর পর, মাহবুব উল আলম চৌধুরী জ্বরাক্রান্ত অবস্থায় এই ঐতিহাসিক কবিতাটি রচনা করেন। একই রাতে কোহিনূর ইলেকট্রিক প্রেসে এটি ছাপা হয় এবং পরদিন ২২শে ফেব্রুয়ারি লালদীঘির ময়দানে আয়োজিত প্রতিবাদ সভায় কাব্যপুস্তিকাটি বিলি করা হয়। পরবর্তীতে তৎকালীন মুসলিম লীগ সরকার এই কাব্যপুস্তিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করে।

Related Questions

ক) রানীগঞ্জে
খ) বিজয়পুরে
গ) টেকেরহাটে
ঘ) বাগালীবাজারে
Note :

বাংলাদেশে সর্বপ্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে।  এটি আবিষ্কার হয় ১৯৫৭ সালে। 

ক) জামালপুর
খ) ফরিদপুর
গ) জামালগঞ্জ
ঘ) হিলি
Note :

বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে। এই কয়লা খনি ১৯৬২ সালে প্রথম আবিষ্কৃত হয়, যেখানে উন্নতমানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। খনির গভীরতা প্রায় ৬৪০-১১৫৮ মিটার। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৬টি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে, যথা: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘাপাড়া, ফুলবাড়ী এবং পাঁচবিবি।

ক) ফখরুদ্দিন মোবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
গ) আকবর
ঘ) ঈসা খাঁন
Note :

অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি প্রথম দিকে দিল্লির সালতানাতের অধীনে কাজ করতেন। পরে বাংলায় চলে আসেন। বাংলায় দিল্লির প্রাদেশিক গভর্নর ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি ক্ষমতা দখল করে বাংলাকে দিল্লির অধীন থেকে মুক্ত ঘোষণা করেন

ক) শায়েস্তা খাঁ
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) নবাব আবদুল লতিফ
ঘ) মির্জা গোলাম পীর
Note :

ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলান জমিদার মীর্জা গোলাম পীর । সাদা মার্বেলের ৩টি গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে । 

ক) চট্টগ্রাম
খ) জামালপুর
গ) রংপুর
ঘ) রাজশাহী
Note : গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান।
ক) ২ মার্চ
খ) ২৩ মার্চ
গ) ১০মার্চ
ঘ) ২৫ মার্চ
Note :

প্রথম পতাকা উত্তোলন ২ মার্চ গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১  মুজিবুর রহমানের বাসভবনে পতাকা উত্তোলন ২৩ মার্চ জাতীয় পতাকা রূপে গৃহীত হয় ১৭ জানুয়ারী ১৯৭২ (১২ জানুয়ারি মানচিত্র পতাকা হতে সরিয়ে ফেলা হয়) সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন