বেগম পত্রিকার সম্পাদক কে?
ক) সুলতানা কামাল
খ) সেলিনা হোসেন
গ) নূরজাহান বেগম
ঘ) মেহের কবির
বিস্তারিত ব্যাখ্যা:
”বেগম” পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ।
বেগম বাংলা ভাষায় প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। পরে ১৯৫০ সালে পত্রিকাটির কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়। পত্রিকাটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে স্থান পায় নারী জাগরণ, কুসংস্কার বিলোপ, গ্রামগঞ্জের নির্যাতিত নারীদের চিত্র, জন্মনিরোধ, পরিবার পরিকল্পনা, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জীবনবোধ থেকে লেখা চিঠি এবং বিভিন্ন মনীষীর বাণী।
Related Questions
ক) বরিশাল হিতৈষী
খ) সমাচার দর্পণ
গ) ঢাকা প্রকাশ
ঘ) রংপুর বার্তাবহ
ক) AND
খ) NOR
গ) Ex-OR
ঘ) OR
ক) এ. এল. ইউ (ALU)
খ) কন্ট্রোল ইউনিট (control unit)
গ) রেজিস্টার সেট (Register set)
ঘ) কোনোটিই নয়
জব সলুশন