বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান-
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয় - কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ( ২০১৭ - ১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৪.২৩ শতাংশে (অর্থবছর ২০১৭ - ১৮ : চূড়ান্ত হিসাব।) সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতে অবদান ক্রমহ্রাসমান। তবে জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
Related Questions
Put something by - কোনো কিছুর সঞ্চয় করা, জমিয়ে রাখা।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে off সঠিক উত্তর।
call off - প্রত্যাহার করা।
বাক্যের অর্থের সাথে call off সঠিক উত্তর।
Put something by - কোনো কিছুর সঞ্চয় করা, জমিয়ে রাখা।
শূন্য স্থানে put something by যোগে বাক্যটির বাংলা অর্থ - দুর্দিনের জন্য আমাদের কিছু জমিয়ে রাখা উচিত।
made of - যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে made of বসে।
made from - যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তারা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা না যায় না তাহলে made from বসে।
শূন্যস্থানে from বসবে। from বসিয়ে বাক্যটির বাংলা : দুধ থেকে দই তৈরি করা হয়।
জব সলুশন