বাংলাদেশ’ কবিতাটি কার লেখা ?
Related Questions
বাংলা সাহিত্যের আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব ও তিরিশের দশকের কবি বলা হয়।
এদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন।
তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - খসড়া, মাটির দেয়াল, পারাপার ইত্যাদি।
'বনলতা সেন ' কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। জীবননান্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। তার কাব্য চিত্ররুপময়। তার রচিত কাব্যগ্রন্থের নাম 'ধূসর পাণ্ডুলিপি' 'সাতটি তারার তিমির' 'বেলা অবেলা কালবেলা' এবং 'রুপসী বাংলা' প্রভৃতি।
জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) (৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য।
‘আবোল - তাবোল’ সুকুমার রায় রচিত শিশুতোষ সাহিত্য। এছাড়া তার অমর সৃষ্টি হলো ; হ - য - ব - র - ল, পাগলা দাশু, বহুরূপী ও খাই খাই।
জব সলুশন