আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি শেষ পঙ্ক্তিতে তাঁর বলতে কাকে বুঝিয়েছেন ?
ক) নিজেকে
খ) পূর্বপুরুষকে
গ) ভাইকে
ঘ) দীর্ঘদেহপুত্রগণকে
Related Questions
ক) রক্তজবার মতো প্রতিরোধ
খ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান
গ) সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা
ঘ) লৌহখণ্ডকে প্রজ্বলিত করা
ক) আবদুল গাফফার চৌধুরী
খ) মাহবুবুল আলম চৌধুরী
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) আলাউদ্দিন আল আজাদ
ক) আবদুল গাফফার চৌধুরী
খ) মাহবুবুল আলম চৌধুরী
গ) আল মাহমুদ
ঘ) শামসুল রহমান
Note :
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী।
ক) জীবনান্দ দাস
খ) কামিনী রায়
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
Note :
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত
শান - বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত। - সুভাষ মুখোপাধ্যায়।
ক) জিঞ্জির-- কাজী নজরুল ইসলাম
খ) সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
গ) দিলরুবা--আবদুল কাদির
ঘ) নূরনামা--আবদুল হাকিম
জব সলুশন