‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?
ক) বনঃ+ পতি
খ) বন্+পতি
গ) বনস+ পতি
ঘ) বন+পতি
Note :
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বন্ + পতি = বনস্পতি , পর + পর = পরস্পর , আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।
Related Questions
ক) সে ভাগ্য হারিয়েছে
খ) সে ভাগ্যহারা
গ) তার পোড়া কপাল
ঘ) সে ভাগ্যের বাইরে
ক) কেবল মাত্র তুমি যাবে
খ) এতে আশ্চর্য হলাম
গ) বিবিধ জিনিস কিনলাম
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
ক) তুণসী বনের বাঘ
খ) বিড়াল তপস্বী
গ) ভিজা বিড়াল
ঘ) বকধার্মীক
জব সলুশন