সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
এখানে ৫ বছরে ৭০ টাকা কমে গেলে ১ বছরে কমে (৭০/৫) = ১৪ টকা
আবার,সুদের হার কমে ৭% - ৫% = ২%
সুতরাং, ২% = ১৪
= >১% = ১৪/২
= > ১০০% = ৭×১০০ = ৭০০ টাকা [ এখানে ১০০% হলে মোট মুলধন]
উত্তরঃ ৭০০টকা
Related Questions
আসল ১০০ টাকা হলে ৮ বছর পরে হবে তিনগুন ৩০০ টাকা।
তাহলে, সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা
১০০ টাকার ৮ বছরের সুদ ২০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ ২০০÷৮ = ২৫ টাকা।
উত্তর - ২৫%
আমরা জানি, সুদ = আসল×সময়×হার
= ১০০০০×(৯/১২)×(৬/১০০)
= ৪৫০
শর্টকাট ৪%এ সুদ হয় = ১ টাকা
১%" “ ”=১/৪ টাকা
১০০%" “ ” = ১×১০০/৪
=২৫ টাকা
আবার ৪% = ২৫
১০০% = ৬২৫
যেহেতু ২ বছর তাই ২ বার হিসাব করা হয়েছে
জব সলুশন