নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় ?

ক) খেজুর পাম
খ) সাগু পাম
গ) নিপা পাম
ঘ) তাল পাম
বিস্তারিত ব্যাখ্যা:

Nipa Fruticans সাধারণভাবে Nipa palm নামে পরিচিত। বাংলায়  একে গোলপাতা বলে । গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম  প্রধান উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরাে যে উদ্ভিদ গুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে  গেওয়া , কেওড়া গরান, আমুর ,বাইন, পশুর ইত্যাদি।

Related Questions

ক) সিলেটের বনভূমি
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
Note :

ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য: বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া, হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধূপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে এটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমি বলা হয়।

ক) ২৪০০ বর্গমাইল
খ) ১৯৫০ বর্গমাইল
গ) ১৮৮৬ বর্গমাইল
ঘ) ৯২৫ বর্গমাইল
Note :

বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তন ১০, ০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অন্তর্গত ৬০১৭ বর্গ কিলোমিটার বা ২৪০০ বর্গ মাইল। ইউনেস্কো ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

ক) গেওয়া
খ) কেওড়া
গ) গজারী
ঘ) গোলপাতা
ক) চন্দ্রিমা উদ্যান
খ) সোহরাওয়ার্দী উদ্যান
গ) রমনা পার্ক
ঘ) সাফারী পার্ক
ক) টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
খ) প্লাবন সমভূমি
গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
ঘ) একটিও না
ক) দহগ্রাম
খ) জাফলং
গ) তিন বিঘা করিডোর
ঘ) কোনটিই নয়
Note :

বাংলাদেশ – ভারত স্থলসীমান্ত চুক্তি কার্যকর হয় ৬ জুন , ২০১৫ সালে এবং এ চুক্তি কার্যকর হওয়ার ফলে দুদেশের মধ্যে ছিটমহলের কোনো অস্তিত্ব নেই।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন