নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা?
Related Questions
Correct Answer: Option C
-পাণিনি ছিলেন উপমহাদেশের বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ।
-পাণিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ।
-তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের সংস্কৃত ব্যাকরণের প্রণেতা।
-তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম- অষ্টাধ্যায়ী
ভাষার সংবিধান হলো ব্যাকরণ।
শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।
সমাস হলো ভাষাকে সংক্ষেপ করে।
বাংলায় মোট বর্ণমালা হলো ৫০ টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে।
ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো - বিশেষভাবে বিশ্লেষণ করা।
ব্যাকরণ ভাষাকে সঠিকভাবে নির্দেশ করতে সাহায্য করে।
মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা।
- মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।
- ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ ।
- সুতরাং, আগে ভাষা সৃষ্টি হয়েছে; তারপর ভাষাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য ব্যাকরণ সৃষ্টি হয়েছে।
জব সলুশন