বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে?

ক) ৪৭টি
খ) ৪৯টি
গ) ৪৮টি
ঘ) ৫০টি
বিস্তারিত ব্যাখ্যা:

অসংযুক্ত বর্ণ বলতে কী বোঝায়?
"অসংযুক্ত বর্ণ" বলতে সেই বর্ণগুলোকে বোঝায় যেগুলো এককভাবে উচ্চারিত হতে পারে এবং যাদের সঙ্গে অন্য কোনো বর্ণের মিলন ঘটেনি। অর্থাৎ, এগুলি মৌলিক বর্ণ। বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ (যেমন: ক্ষ, জ্ঞ) রয়েছে, যেগুলো একাধিক ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে গঠিত; অসংযুক্ত বর্ণ বলতে সেই একক বা মৌলিক বর্ণগুলিকেই বোঝানো হয়।
বর্ণের বিভাজন:
১. স্বরবর্ণ (১১টি): স্বরবর্ণগুলো হলো সেই ধ্বনি, যা উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাতাস বাধা পায় না এবং যা নিজে নিজে উচ্চারিত হতে পারে।
বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
২. ব্যঞ্জনবর্ণ (৩৯টি): ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয় এবং উচ্চারণের সময় মুখগহ্বরের কোনো না কোনো স্থানে বাতাস বাধা পায়।
বাংলা বর্ণমালায় মোট ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ।
সুতরাং, ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ মিলে বাংলা বর্ণমালায় মোট ৫০টি অসংযুক্ত বর্ণ রয়েছে।

Related Questions

ক) ক ও খ
খ) খ এবং ল
গ) ট এবং ঠ
ঘ) এ এবং ঐ
ক) ১০টি
খ) ৮টি
গ) ৬টি
ঘ) ১টি
ক) ৭টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১১টি
Note :

► মাত্রাহীন - ১০ টি।

স্বরবর্ণ ৪টি ( এ,ঐ,ও,ঔ)। ব্যঞ্জনবর্গ ৬টি (ঙ,ঞ,ৎ,ং,ঃ)

► অর্ধমাত্রা - ৮টি। স্বরবর্ণ ১টি (ঋ) । ব্যঞ্জনবর্গ ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ)।

► বাংলা বর্ণমালা মোট ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯।

► পূর্ণ মাত্রা - ৩২ টি। স্বরবর্ণ ৬টি ব্যঞ্জনবর্গ ২৬টি।

► বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি - ৬টি।

► কোন বর্ণগুলোতে মাত্রা হবে না -।এ এবং ঐ।

► বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ।

► বর্গের তৃতীয়,চতুর্থ, এবং পঞ্চম বর্ণ ঘোষ।

► বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ।

► বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ।

ক) ছয়টি
খ) পাঁচটি
গ) চারটি
ঘ) সাতটি
ক) ৬টি
খ) ৭টি
গ) ৯টি
ঘ) ১০টি
Note :

বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ আছে ৬ টি। যথা: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন