'Adams apple'-এ বাংলা পরিভাষা-
ক) কণ্ঠমণি
খ) কণ্ঠধ্বনি
গ) আদমের আপেল
ঘ) নিষিদ্ধ ফল
বিস্তারিত ব্যাখ্যা:
পুরুষের গলার সামনের দিকে যে উঁচু অংশ দেখা যায়, 'Adams apple'-এ বাংলা পরিভাষা- 'কণ্ঠমণি'।
Related Questions
ক) বিদেশি ভাষা
খ) বিশেষ ভাষা
গ) দেশি ভাষা
ঘ) উপজাতীয় ভাষা
Note : 'পরিভাষা' মানে হলো কোনো বিশেষ জ্ঞানক্ষেত্রের জন্য ব্যবহৃত বিশেষ অর্থবোধক ভাষা বা শব্দ। তাই এর আক্ষরিক অর্থ 'বিশেষ ভাষা'।
ক) মুলতুবি
খ) ইগতাদেশ
গ) বিলোপ
ঘ) সমন্বয়
Note : আদালত বা কোনো সভার কার্যক্রম পরবর্তী কোনো সময়ের জন্য স্থগিত রাখাকে 'Adjournment' বলা হয়। এর সঠিক পরিভাষা 'মুলতুবি'।
ক) জলধারা
খ) অববাহিকা
গ) উপদ্বীপ
ঘ) মৈত্রীজোট
Note : ভূগোলে, 'Basin' বলতে কোনো নদী ও তার উপনদীগুলো যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সমগ্র এলাকাকে বোঝায়। এর পরিভাষা 'অববাহিকা'।
ক) ঊষর
খ) উর্বর
গ) গদেয়াল
ঘ) লাজুক
Note : 'Barren' বলতে এমন ভূমিকে বোঝায় যেখানে ফসল ফলে না। এর সঠিক অর্থ 'ঊষর' বা 'অনুর্বর'।
ক) Acting- ভারপ্রাপ্ত
খ) Mysticism- অতীন্দ্রিয়বাদ
গ) Aesthetics-নন্দনতত্ত্ব
ঘ) Alias- মুচলেকা
Note : 'Alias' শব্দের অর্থ 'ওরফে' বা 'অপর নাম'। 'মুচলেকা' এর ইংরেজি 'Bond'। তাই এই জোড়াটি অশুদ্ধ।
ক) মসজিদ
খ) হাসপাতাল
গ) সাময়িকী
ঘ) হরতন
Note :
'হাসপাতাল' শব্দটি ইংরেজি 'Hospital' এর পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।
জব সলুশন