'Notification' এর পরিভাষা-
ক) স্মারক
খ) প্রজ্ঞাপন
গ) বিজ্ঞাপন
ঘ) বিজ্ঞপ্তি
বিস্তারিত ব্যাখ্যা:
সরকারি বা বিধিবদ্ধ কোনো সিদ্ধান্ত বা ঘোষণা যখন আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানোর জন্য প্রকাশ করা হয়, তখন তাকে 'Notification' বলে। এর সবচেয়ে উপযুক্ত পরিভাষা 'প্রজ্ঞাপন'।
Related Questions
ক) শ্বেতপত্র
খ) পাণ্ডুলিপি
গ) নিশ্চয়
ঘ) ইশতেহার
Note : প্রকাশের আগে লেখকের হাতে লেখা বা টাইপ করা কোনো বই বা রচনার মূল কপিকে 'Manuscript' বা 'পাণ্ডুলিপি' বলা হয়।
ক) পরমানন্দ
খ) আনন্দাশ্রু
গ) আনন্দময়ী
ঘ) আনন্দিত
Note : 'Ecstasy' মানে হলো তীব্র আনন্দের চূড়ান্ত অবস্থা। তাই 'Ecstasy of happiness' এর অর্থ 'পরমানন্দ'।
ক) সংস্করণ
খ) সম্পাদক
গ) সম্পাদকীয়
ঘ) অনুসন্ধান
Note : কোনো বই বা পত্রিকার প্রতিটি নতুন বা পরিমার্জিত প্রকাশকে 'Edition' বা 'সংস্করণ' বলা হয়।
ক) সম্পাদকীয়
খ) সম্পাদক
গ) নির্বাচক
ঘ) সাংবাদিক
Note : যিনি সংবাদপত্র, পত্রিকা বা বই প্রকাশের জন্য লেখা নির্বাচন, সম্পাদনা ও তত্ত্বাবধান করেন, তাকে 'Editor' বা 'সম্পাদক' বলে।
ক) নির্বোধ
খ) সাহসী
গ) চালক
ঘ) চতুর
Note : 'Dull' শব্দটি বুদ্ধি বা মেধাহীন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। এর একটি অর্থ 'নির্বোধ'।
ক) নামঞ্জুর
খ) অচলাবস্থা
গ) ক্ষতিপূরণ
ঘ) অসঙ্গতি
Note : দুটি তথ্য, হিসাব বা বিবরণের মধ্যে যে গরমিল বা পার্থক্য দেখা যায়, তাকে 'Discrepancy' বা 'অসঙ্গতি' বলে।
জব সলুশন