কোন দ্বন্দ্ব সমাস দুটো ক্রিয়া-বিশেষণ যোগে গঠিত হয়েছে?
ক) বই-পড়া
খ) ভাল-মন্দ
গ) ধীরে-সুস্থে
ঘ) দয়া-মায়া
বিস্তারিত ব্যাখ্যা:
'ধীরে-সুস্থে' (ধীরে ও সুস্থে) দুটি ক্রিয়া বিশেষণ পদের সমন্বয়ে গঠিত দ্বন্দ্ব সমাস।
Related Questions
ক) ধৃতি-চাদর
খ) ঘর-বার
গ) আকার-ইঙ্গিত
ঘ) বুক-পিঠ
Note : 'ধৃতি-চাদর' (ধুতি ও চাদর) দুটি সহচর বা প্রায় সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। 'ঘর-বার' এখানে সহচর শব্দ নয়।
ক) সাজসজ্জা
খ) লেনদেন
গ) ছাইভস্ম
ঘ) গোলাগুলি
Note : 'লেনদেন' (লেনা ও দেনা) একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। অন্যগুলো সমার্থক বা প্রায় সমার্থক শব্দের মিলনে গঠিত দ্বন্দ্ব সমাস।
ক) লোক-জন
খ) ছোট-বড়
গ) ঘর-বাড়ি
ঘ) চিঠি-পত্র
Note : 'ছোট-বড়' একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। অন্যগুলো ('লোক ও জন', 'ঘর ও বাড়ি', 'চিঠি ও পত্র') সমার্থক দ্বন্দ্বের উদাহরণ।
ক) পূর্বপদ
খ) পরপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ
Note : দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান থাকে, তবে পূর্বপদটি সংখ্যাবাচক হয় এবং সমস্ত পদটি একটি সমষ্টি বা সমাহার বোঝায়। যেমন, 'তেমাথা' বলতে মাথাকেই বোঝানো হয়, যার সংখ্যা তিনটি।
ক) পূর্বপদ
খ) পরপদ
গ) উভয় পদ
ঘ) অন্য পদ
Note : কর্মধারয় সমাসেও পরপদ বা উত্তরপদের অর্থই প্রধান থাকে। যেমন, 'নীলপদ্ম' বলতে পদ্মকেই বোঝানো হয়, যা নীল রঙের।
ক) পূর্বপদ
খ) পরপদ
গ) অন্য পদ
ঘ) উভয় পদ
Note : তৎপুরুষ সমাসে পরপদ বা উত্তরপদের অর্থ প্রধান থাকে। যেমন, 'রাজপুত্র' (রাজার পুত্র) বলতে মূলত পুত্রকে বোঝানো হয়।
জব সলুশন