'জীবনবীমা' কোন সমাস?
ক) উপমান কর্মধারয়
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
বিস্তারিত ব্যাখ্যা:
'জীবনবীমা'র ব্যাসবাক্য হলো 'জীবন রক্ষার নিমিত্ত বীমা'। এখানে মাঝের পদ 'রক্ষার নিমিত্ত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
Related Questions
ক) রান্নাঘর
খ) শশব্যস্ত
গ) মুখচন্দ্র
ঘ) শতাব্দী
Note : 'রান্নাঘর'-এর ব্যাসবাক্য 'রান্নার নিমিত্ত ঘর'। এখানে মধ্যপদ 'নিমিত্ত' লোপ পেয়েছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) পল্লান্ন
খ) মশা-মাছি
গ) বেহায়া
ঘ) চিরসুখী
Note : 'পল্লান্ন'-এর ব্যাসবাক্য 'পল মিশ্রিত অন্ন'। এখানে মধ্যপদ 'মিশ্রিত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) ঘর থেকে ছাড়া - ঘরছাড়া
খ) অরুণের মতো রাঙা - অরুণরাঙা
গ) হাসি মাখা মুখ - হাসিমুখ
ঘ) ক্ষণব্যাপী স্থায়ী - ক্ষণস্থায়ী
Note : 'হাসিমুখ'-এর ব্যাসবাক্য 'হাসি মাখা যে মুখ'। এখানে মধ্যপদ 'মাখা' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) গুরুদেব
খ) মৌমাছি
গ) মহাজন
ঘ) কাঁচামিঠে
Note : 'মৌমাছি'র ব্যাসবাক্য 'মৌ আশ্রিত মাছি'। এখানে মধ্যপদ 'আশ্রিত' লোপ পেয়েছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) গায়ে-হলুদ
খ) চালকুমড়া
গ) ছয়ানি
ঘ) ছায়াছবি
Note : 'চালকুমড়া'-এর ব্যাসবাক্য 'চাল দিয়ে রান্না কুমড়া'। এখানে মধ্যপদ 'দিয়ে রান্না' লোপ পেয়েছে। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
ক) গণতন্ত্র
খ) মুক্তকচ্ছ
গ) গজানন
ঘ) অস্থির
Note : 'গণতন্ত্র'-এর ব্যাসবাক্য 'গণ নিয়ন্ত্রিত তন্ত্র'। এখানে মধ্যপদ 'নিয়ন্ত্রিত' লোপ পেয়েছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়।
জব সলুশন