পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায় কোন সমাসে?
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) তৎপুরুষ
বিস্তারিত ব্যাখ্যা:
উপমান কর্মধারয়ে পরপদে বিশেষণ থাকে এবং পূর্বপদে উপমান বা তুলনীয় বস্তু থাকে। যেমন, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র।
Related Questions
ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) দ্বিগু সমাস
Note : উপমান ও উপমেয় পদের সমন্বয়ে কর্মধারয় সমাস গঠিত হয়। এর তিনটি ভাগ: উপমান, উপমিত ও রূপক কর্মধারয়।
ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
Note : 'স্মৃতিসৌধ'-এর ব্যাসবাক্য 'স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ'। এখানে মধ্যপদ 'রক্ষার্থে নির্মিত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) সমাস
খ) সন্ধি
গ) প্রত্যয়
ঘ) উপসর্গ
Note : 'সিংহাসন' একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যার ব্যাসবাক্য 'সিংহ চিহ্নিত আসন'। তাই এটি সমাস প্রক্রিয়ায় গঠিত।
ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ) মহান যে পুরুষ = মহাপুরুষ
গ) কুসুমের মত কোমল = কুসুমকোমল
ঘ) জয়া ও পতি = দম্পতি
Note : 'সিংহাসন' এর ব্যাসবাক্য 'সিংহ চিহ্নিত আসন'। এখানে মধ্যপদ 'চিহ্নিত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) প্রাণের ভয়
খ) প্রাণ যাওয়ার ভয়
গ) প্রাণ হতে ভয়
ঘ) প্রাণ ও ভয়
Note : 'প্রাণভয়' এর ব্যাসবাক্য 'প্রাণ যাওয়ার ভয়'। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) শিক্ষা দেন মন্ত্রী
খ) শিক্ষার জন্য মন্ত্রী
গ) শিক্ষিত যে মন্ত্রী
ঘ) শিক্ষা বিষয়ক মন্ত্রী
Note : 'শিক্ষামন্ত্রী' বলতে সাধারণত 'শিক্ষা বিষয়ক মন্ত্রী'-কে বোঝানো হয়। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
জব সলুশন