'ফুলকপি' কোন ধরনের কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) উপমিত
খ) উপমান
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী
বিস্তারিত ব্যাখ্যা:
'ফুলকপি' (ফুল কপির ন্যায়) উপমিত কর্মধারয় সমাস। এখানে ফুলকে কপির সঙ্গে তুলনা করা হয়েছে।

Related Questions

ক) বহুব্রীহি
খ) উপপদ তৎপুরুষ
গ) রূপক কর্মধারয়
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
Note :

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।

ক) পঞ্চমী তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস
ক) নিত্য সমাস
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয়
ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব
ক) অলুক ষষ্ঠী তৎপুরুষ
খ) সপ্তমী কর্মধারয়
গ) পঞ্চমী তৎপুরুষ
ঘ) উপপদ তৎপুরুষ
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) তৎপুরুষ

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন