'দশানন'-এর ব্যাসবাক্য কোনটি?
ক) দশ আননের সমাহার
খ) দশ আনন আছে যার
গ) দশাগ্রস্ত যিনি নন
ঘ) দশ যে আনন
বিস্তারিত ব্যাখ্যা:
'দশানন' একটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য 'দশ আনন আছে যার'। এটি রাবণকে বোঝায়।
Related Questions
ক) পণ্ডিত ও মূর্খ
খ) পণ্ডিত হয়েও যে মূর্খ
গ) যিনি পণ্ডিত তিনিই মূর্খ
ঘ) মূর্খের ন্যায় যে পণ্ডিত
Note : 'পণ্ডিতমূর্খ' (পণ্ডিত হয়েও যে মূর্খ) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
ক) চারদিকে জল যার
খ) দুদিকে আবদ্ধ জল যার
গ) দুদিকে অপ যার
ঘ) দ্বীপের মত
Note : 'দ্বীপ' (দু'দিকে অপ্ বা জল যার) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এটি কোনো সাধারণ নিয়ম অনুসরণ করে না।
ক) জীবিত কিন্তু মৃত
খ) যে জীবিত সেই মৃত
গ) মৃতের ন্যায় জীবিত
ঘ) একই সাথে জীবিত ও মৃত
Note : 'জীবন্মৃত' (জীবিত থেকেও যে মৃত) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ) সংখ্যাবাচক বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
Note : 'অন্তরীপ' (অন্তর্গত অপ্ বা জল যার) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস, যা কোনো সাধারণ নিয়ম মানে না।
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
গ) অলুক বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
Note : 'কথায় পটু' (কথায় পটু যে) অলুক বহুব্রীহি সমাস। কারণ পূর্বপদের বিভক্তি 'য়' লোপ পায়নি।
ক) কানে-খাটো
খ) নরপশু
গ) ঘরমুখো
ঘ) তেপায়া
Note : 'ঘরমুখো' (ঘরের দিকে মুখ যার) একটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, কারণ এর শেষে 'ও' প্রত্যয় যুক্ত হয়েছে।
জব সলুশন