'অবুঝ, নাচার, নির্ভুল, বেতার।' এগুলো কোন সমাস?
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) মধ্যপদলোপী বহুব্রীহি
গ) ব্যতিহার বহুব্রীহি
ঘ) নঞ বহুব্রীহি
বিস্তারিত ব্যাখ্যা:
এখানে প্রতিটি শব্দে ('অবুঝ' - নাই বুঝ যার, 'নাচার' - নাই প্রতিকার যার ইত্যাদি) না-বোধক অব্যয় ব্যবহৃত হওয়ায় এগুলো নঞ বহুব্রীহি।
Related Questions
ক) হেডমাস্টার
খ) ত্রিফলা
গ) হাতেখড়ি
ঘ) অনমনীয়
Note : 'অনমনীয়' (নয় নমনীয় যে) একটি নঞ বহুব্রীহি সমাস, যেখানে 'অ' না-বোধক অর্থ প্রকাশ করছে।
ক) ব্যধিকরণ বহুব্রীহি
খ) মধ্যপদলোপী বহুব্রীহি
গ) অলুক বহুব্রীহি
ঘ) ব্যতিহার বহুব্রীহি
Note : 'কোলাকুলি' (কোলে কোলে যে মিলন) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস।
ক) কাজকর্ম
খ) খাসমহল
গ) মুখোমুখি
ঘ) উপকূল
Note : 'মুখোমুখি' (মুখে মুখে যে কথা বা কাজ) ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।
ক) মাতামাতি
খ) ক্ষুরধার
গ) অনুর্বর
ঘ) অন্যমনা
Note : 'মাতামাতি' (মাথা দিয়ে যে মারামারি) ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।
ক) চিরসুখী
খ) দশানন
গ) গায়ে-হলুদ
ঘ) কানাকানি
Note : 'কানাকানি' (কানে কানে যে কথা) ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।
ক) দশহাতি
খ) হাতাহাতি
গ) দশানন
ঘ) দ্বিপদ
Note : 'হাতাহাতি' (হাতে হাতে যে যুদ্ধ) ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ, যা পারস্পরিক লড়াই বোঝায়।
জব সলুশন