'হজযাত্রা' কোন সমাসের উদাহারণ?
ক) ৩য়া তৎপুরুষ
খ) ৪র্থী তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৭মী তৎপুরুষ
বিস্তারিত ব্যাখ্যা:
'হজযাত্রা' (হজের জন্য যাত্রা) একটি চতুর্থী তৎপুরুষ সমাস। এখানে 'জন্য' অনুসর্গ লোপ পেয়েছে।
Related Questions
ক) গুরুভক্তি
খ) শ্রমলব্ধ
গ) বস্তাপঁচা
ঘ) পদচ্যুত
Note : 'গুরুভক্তি' (গুরুকে ভক্তি) চতুর্থী তৎপুরুষ সমাস। 'কে' বিভক্তি নিমিত্তার্থে ব্যবহৃত হয়েছে।
ক) দেখন হাসি
খ) বিয়েপাগলা
গ) নীলাকাশ
ঘ) ঘরে বাইরে
Note : 'বিয়েপাগলা' (বিয়ের জন্য পাগলা) চতুর্থী তৎপুরুষ সমাস। অন্যগুলো ভিন্ন সমাসের উদাহরণ।
ক) হাতেখড়ি
খ) আপাদমস্তক
গ) চতুরঙ্গ
ঘ) স্মৃতিসৌধ
Note : 'হাতেখড়ি' (হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে) একটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
ক) সমনাধিকরণ বহুব্রীহি
খ) মধ্যপদলোপী বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) ব্যতিহার বহুব্রীহি
Note : 'মেঘনাদ' (মেঘের মতো নাদ যার) একটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, কারণ এখানে মধ্যপদ 'মতো' লোপ পেয়েছে।
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) সমানাধিকরণ বহুব্রীহি
গ) অলুক বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
Note : 'মীনের মত অক্ষি যার' ব্যাসবাক্যটি 'মীনাক্ষী' সমস্ত পদের, যা মধ্যপদলোপী বহুব্রীহি। এখানে মধ্যপদ 'মত' লোপ পেয়েছে।
ক) উপমান
খ) উপমিত
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী
Note : 'সোনামুখী'র ব্যাসবাক্য 'সোনার মতো মুখ যার'। এখানে মধ্যপদ 'মতো' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী বহুব্রীহি।
জব সলুশন