'ছাগদুগ্ধ' এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ
খ) ছাগ ও দুগ্ধ
গ) ছাগী হতে দুগ্ধ
ঘ) ছাগীর দুগ্ধ
বিস্তারিত ব্যাখ্যা:
'ছাগদুগ্ধ'-এর সঠিক ব্যাসবাক্য 'ছাগীর দুগ্ধ'। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ ছাগী (স্ত্রী) দুধ দেয়।
Related Questions
ক) ষষ্ঠী
খ) তৃতীয়া
গ) চতুর্থী
ঘ) দ্বিতীয়া
Note : 'পৌরসভা' (পৌরের সভা) একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে 'এর' বিভক্তি লোপ পেয়েছে।
ক) হাঁসের ডিম
খ) হংসীর ডিম্ব
গ) হাঁস ও ডিম
ঘ) হংস হতে যে ডিম
Note : 'হংসডিম্ব'-এর সঠিক ব্যাসবাক্য 'হংসীর ডিম্ব'। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। হংস (পুরুষ) ডিম পাড়ে না, হংসী (স্ত্রী) পাড়ে।
ক) পঞ্চমী তৎপুরুষ
খ) ৬ষ্ঠী তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) ৭মী তৎপুরুষ
Note : 'পুষ্পসৌরভ' (পুষ্পের সৌরভ) একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে 'এর' বিভক্তি লোপ পেয়েছে।
ক) উপপদ তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৭মী তৎপুরুষ
Note : 'চায়ের বাগান' (চায়ের বাগান) একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে পূর্বপদের 'র' বিভক্তি সম্বন্ধ পদ নির্দেশ করছে।
ক) রজাত
খ) সলজ্জ
গ) অন্যমনা
ঘ) মহাকীর্তি
Note : 'রজাত' একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। অন্যগুলো বহুব্রীহি বা কর্মধারয়।
ক) নবযৌবন
খ) রীতিপদ্ধতি
গ) মুখভ্রষ্ট
ঘ) সমাজ-সংস্কারক
Note : 'মুখভ্রষ্ট' (মুখ থেকে ভ্রষ্ট) একটি পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে 'থেকে' অনুসর্গ লোপ পেয়েছে।
জব সলুশন