পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
ক) বহুব্রীহি সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) তৎপুরুষ সমাস
বিস্তারিত ব্যাখ্যা:
এটি তৎপুরুষ সমাসের সংজ্ঞা। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি (দ্বিতীয়া থেকে সপ্তমী) লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান থাকে।
Related Questions
ক) রাজার মিস্ত্রী
খ) রাজ যে মিস্ত্রী
গ) মিস্ত্রীর রাজা
ঘ) মিস্ত্রী যার রাজা
Note : 'রাজমিস্ত্রী' একটি কর্মধারয় সমাস (রাজা যে মিস্ত্রী)। তবে এটি মিস্ত্রীদের রাজা এই অর্থে ষষ্ঠী তৎপুরুষও হতে পারে। এখানে বিকল্প 'গ' বেশি গ্রহণযোগ্য।
ক) মৃগের শিশু
খ) শিশু রূপ মৃগ
গ) মৃগীর শিশু
ঘ) শিশুর যে মৃগ
Note : 'মৃগশিশু'-এর সঠিক ব্যাসবাক্য 'মৃগীর শিশু'। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ স্ত্রী-বাচক মৃগী শাবকের জন্ম দেয়।
ক) মানবের শিশু
খ) মানবীয় শিশু
গ) মানুষের শিশু
ঘ) মনুর শিশু
Note : 'মানবশিশু'-এর সঠিক ব্যাসবাক্য 'মানবের শিশু'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) রাজার রানী
খ) রাজ রানী
গ) রাজা ও রানী
ঘ) রাজা রানী
Note : 'রাজরানী'র সঠিক ব্যাসবাক্য 'রাজার রানী'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) অলুক দ্বন্দ্ব
খ) দ্বিতীয়া তৎপুরুষ
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
Note : 'ঝড়-ঝাপটা' (ঝড়ের ঝাপটা) একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তবে এটি দ্বন্দ্ব সমাস (ঝড় ও ঝাপটা) হিসেবেও ব্যবহৃত হয়।
ক) বিশ্বের বিদ্যালয়
খ) বিশ্ববিদ্যার আলয়
গ) বিশ্বস্ত
ঘ) বিশ্ব রূপ আলয়
Note : 'বিশ্ববিদ্যালয়'-এর ব্যাসবাক্য 'বিশ্ববিদ্যার আলয়'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
জব সলুশন