'ঘোড়ার-ডিম' কোন সমাসের উদাহরণ?
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ সমাস
গ) নিত্য সমাস
ঘ) প্রাদি সমাস
বিস্তারিত ব্যাখ্যা:
'ঘোড়ার-ডিম' (ঘোড়ার ডিম) একটি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে পূর্বপদের 'র' বিভক্তি লোপ পায়নি।
Related Questions
ক) গায়েপড়া
খ) কাঁচাপাকা
গ) বৌভাত
ঘ) মুক্তিযুদ্ধ
Note : 'গায়েপড়া' (গায়ে এসে পড়ে যে) একটি অলুক তৎপুরুষ সমাস। এখানে 'গায়ে' পদের 'এ' বিভক্তি লোপ পায়নি।
ক) কলুর-বলদ
খ) কাপুরুষ
গ) বিদ্যালয়
ঘ) দশানন
Note : 'কলুর-বলদ'-এ (কলুর বলদ) পূর্বপদের ষষ্ঠী বিভক্তি 'র' লোপ পায়নি। তাই এটি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) গৃহস্ত
খ) গ্রীহস্ত
গ) গৃহস্থ
ঘ) গ্রীহস্থ
Note : সঠিক বানান 'গৃহস্থ'। এটি একটি উপপদ তৎপুরুষ সমাস (গৃহে থাকে যে)।
ক) গৃহস্থ
খ) বাজিকর
গ) অনশন
ঘ) সর্বহারা
Note : 'অনশন' একটি নঞ তৎপুরুষ সমাস। অন্যগুলো ('গৃহে থাকে যে', 'বাজি করে যে', 'সর্বস্ব হারিয়েছে যে') উপপদ তৎপুরুষ।
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) অব্যয়ীভাব
গ) উপপদ তৎপুরুষ
ঘ) উপমিত কর্মধারয়
Note : 'মধুপ' (মধু পান করে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস। এটি মৌমাছিকে বোঝায়।
ক) জলে মগ্ন
খ) জল হতে মগ্ন
গ) জল দ্বারা মগ্ন
ঘ) জলে মগ্ন যা
Note : 'জলমগ্ন' (জলে মগ্ন) একটি সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে স্থান বা আধারের 'এ' বিভক্তি লোপ পেয়েছে।
জব সলুশন