নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
ক) প্রিয়ংবদা
খ) প্রাণভয়
গ) মুখভ্রষ্ট
ঘ) নবযৌবন
বিস্তারিত ব্যাখ্যা:
'প্রিয়ংবদা' (প্রিয় কথা বলে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস।
Related Questions
ক) জলদ
খ) আশাবিষ
গ) রাজপথ
ঘ) পদ্মগন্ধী
Note : 'জলদ' (জল দেয় যে) একটি উপপদ তৎপুরুষ সমাস। এটি মেঘকে বোঝায়।
ক) গুণমুগ্ধ
খ) মধুকর
গ) মনোমুদ্ধ
ঘ) অকপট
Note : 'মধুকর' (মধু করে বা সংগ্রহ করে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস।
ক) প্রতিবাদ
খ) বিলাত-ফেরত
গ) উপগ্রহ
ঘ) ছেলেধরা
Note : 'ছেলেধরা' (ছেলে ধরে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস।
ক) উদ্বেল
খ) সত্যবাদী
গ) যুথিষ্ঠির
ঘ) কোনোটিই নয়
Note : 'সত্যবাদী' (সত্য কথা বলে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস।
ক) উপপদ
খ) প্রাতিপাদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note : কৃদন্ত পদের পূর্বে যে পদ থাকে, তাকে উপপদ বলে। যেমন: 'জল দেয় যে = জলদ' এখানে 'জল' হলো উপপদ।
ক) উপমান
খ) উপমিত
গ) কর্মধারয়
ঘ) উপপদ তৎপুরুষ
Note : এটি উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞা। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, তাকে উপপদ বলে এবং এই উপপদের সাথে কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
জব সলুশন